বাল্যকাল

আমার বাল্যকাল কেটেছে পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ড  কলোনিতে। ঝিনাইদহ থেকে পঞ্চগড়ে যাই ১৯৯৬ সালে। তখন ছিল শীতকাল। খুব সম্ভবত শবে বরাতের রাত ছিল। কলোনির ছেলে মেয়েরা পাথরে পাথর মেরে স্ফুলিঙ্গ তৈরি করছিল। পঞ্চগড়ে পৌছে আমরা রাতের খাবার খেলাম নীলা আপুদের বাসায়। খাওয়ার সময় আমাকে চাচি জিজ্ঞাসা করা হল বেগুন ভাজি নেব কিনা? আমি কিছু না বুঝে বললাম কালকে খাব। ওমনি সবাই হেসে উঠল। পরেরদিন ঠিকই চাচি আমার জন্য বেগুনভাজি দিয়ে গেলেন।
পরেরদিন নতুন ছেলেমেয়েদের সাথে পরিচিত হবার পালা। আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম। একে একে পরিচিত হলাম রাসেল, নিতা, সুমন, শাম্মি,সিহাব ভাই ......